কথোপকথনে কেটে যায় দীর্ঘ পথ,
কিছু ছেঁড়া - টুকরো কাগজের মত
স্মৃতির টুকরো পাতা গুলো
কখনো আবছা ভাবে জেগে উঠে
মনের গহীন কোণে।
জমে উঠে মেঘ,
ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা।
শীতের ঘন কুয়াশা
ক্রমশঃ বাড়তে থাকে,
সঙ্গে মেঘের বৃষ্টি।
মাধবী লতা মুখ লুকায় অন্তরালে,
জেগে থাকে আধখানা চাঁদ,
ভোরের মৃদু আলোয়
সেও মুখ লুকায়
মেঘ-বৃষ্টির গোপন খেলায়।