চোখের পাতায় আজ
ডানামেলে মহা রাজ
মনের গহীন কোণে অন্ধকার,
দূরের মেঘ রাশি
উড়িয়ে মোহন বাঁশি
মন বিন্দাসী আজ পগার পার।


বাজিয়ে কৃষ্ণ সুর
নিয়ে যায় বহুদুর
পথের ক্লান্তি টুকু রবে না সাথে,
বেঁচে থাকার উত্সবে
মননে অনুভবে
অভিসম্পাত বুঝি মেটে উত্পাতে।


যতই করি কাজ
সাজিয়ে রণতাজ
চন্দ্রমল্লিকা আজ ফোটে না গাছে,
হারিয়ে সকল কূল
তুলিয়া সব ভুল
দোদুল্যমান সুখ তরী বেঁচে আছে।