কি ভেবেছ সৃষ্টি ছাড়া
কষ্ট দিবে অকারণে
তাও বুঝি হয়?
প্রলয় শিখা উর্ধমাতন
নীরব বসে বাতায়নে
দেখেছ নিশ্চয়।


মিছে ভাবনা তপ্ত সময়
গরম কাপে ধোঁয়া ওঠা
মুখ পুড়ে যায়,
হৃদয় পোড়া গন্ধ শুঁকে
ফিনকি দিয়ে রক্ত ছোটা
বুক ফেটে যায়।


তাও ভাবি হজমি গুলে
খাওয়াও যদি বদ হজমে
মন মানে না,
ভালবাসার রূপ সাগরে
মন ডুবেছে অনিয়মে
কেউ জানে না।