বিদায়ের ঘণ্টা বাজে
দূর গগণে
বিক্ষিপ্ত মন কেঁপে ওঠে
ক্ষণে ক্ষণে।


চিরচেনা সেই সে সময়
আর পাব না
কাঁধের উপর ব্যাগ চাপিয়ে
আর যাব না।


একটু খানি এদিক ওদিক
না যেন হয়
বিদ্যালয়ের ঘণ্টা বাজার
এই তো সময়।


যেন হলাম নতুন ছাত্র
কিছু দিনের
প্রশিক্ষণের বোঝা কাঁধে
নতুন ঋণের।


দেখতে দেখতে পার হয়ে যায়
সময় সোপান
তৈরী হল বিদায় বেলার
নব উপাখ্যান।


ছেড়ে যেতে চায় না মন
যেতে হবে
সবার কথা মনের কোণে
গাঁথা রবে।