নির্জন রাস্তায় ধূলি উড়া মেঘ গুলি
ডানা মেলে উড়ে বেড়ায়,
নির্বিকার জেগে উঠা
কাঁটা গাছের ফাঁক দিয়ে
নিষ্পলক চোখ মেলে
চেয়ে থাকে দিগন্তে।


ঝাঁকে ঝাঁকে বকসারী
বসে থাকে বুক বেঁধে
আসে যদি কোন মাছ
দল ছুট কিনারায়।


নিপীড়ন নিঃসাড়
লোম উঠা কুকুর গুলো
এক টানা ডেকে চলে
একচ্ছত্র শাসনে।


ধূলি মাখা গা ঝেড়ে
এগিয়ে যায় রাস্তায়
নির্জনে শ্বাস ফেলে
অপেক্ষার প্রহরী
এক পায়ে দাঁড়ানো
নিস্তব্ধ বট গাছ।