কথা বলার দিন বুঝি এল
রক্ত পলাশের গন্ধে
কৃষ্ণচূড়ার ঝুমকো ডালে
রঙ ধরেছে অকৃত্রিম।
অনেক কথা বলব বলে
নদীর জলের শব্দ শুনি
জলপরীদের সখ্যতা গড়ে।
রাজপথের শ্লোগান শুনি দৃপ্তপদে
ভাষার গানে মুখরিত জনপদ
কথায় কথায় ঝরে প্রত্যয়।
কোকিলের কুহূতান শুনি
গভীর মনে কান পেতে।
পাতা ঝরার মর্মর শব্দে
ছুটে বেড়ায় ঘাস ফড়িং এরা,
অবোধ মনের সাধ মেটাতে
শিমূলের ডালে জেগে উঠে
কথা বলার ঐকান্তিক আহ্বান।