ভালবাসার এমন মধুর পরশ
এমন মন ছুঁয়ে যাওয়া
ভাল লাগার নিবিড় ক্ষণ
এমন উদ্বেল উচ্ছ্বাস
বিহব্বলতার এমন বিরল স্পর্শ
বহুদিন পাই নি মন ভরে।
ইচ্ছে ডানা মেলে
শীতের রোদে ঘুরে বেড়ানো
বাতাসকে সংগী করে
মেঘের বুকে পাল তুলে
পটকা ফোটানো রাস্তায়
ভয়কে অকপটে তুচ্ছ্ব করে
হাতের মুঠোয় জীবন বোধ
মাথার উপর ফুলের বৃষ্টি ঝরা,
একটি সামান্য দিনের আশির্বাদে
অসামান্য মনে হওয়া নিজেকে
নির্জীব ঘূণে খাওয়া জীবনে
ফুল হয়ে ফোটে যেন
সমস্ত ঝরে যাওয়া পাপড়ি।
আর মাথার উপরে
অর্ধ নগ্ন পূর্ণিমার আলো
চুঁইয়ে ঝরে জোছনা।