(আমার ১০০তম কবিতায় সবাই কে আমন্ত্রণ)
*     *     *     *     *     *     *       *    


এমনি করে আর একটি বার সোচ্চার হও
সংকোচের বেড়াজাল ভেঙ্গে ডেকে ওঠো অকুণ্ঠ চিত্তে
চিরে ফেলো কৃষ্ণচূড়ার কোমল বুক
রক্তের আল্পনায় রঞ্জিত করো রাজপথ।
এমনি করে আর একটি বার ঢিল ছোড়
নিশ্চুপে ছুটে চলা কষ্টের ঘুমন্ত নদীতে,
ঝড় তোল অবিরাম নিরুদ্বেগ ঢেউয়ের বুকে
স্রোতের টানে ভেসে যাক পরাজয়ের যত গ্লানি।  
এমনি করে আর একটি বার-
প্রজ্জ্বলিত করো আলোর মশাল
পথ হারা পথিককে দেখাও পথ গভীর মমতায়।
এমনি করে আর একটি বার বেরিয়ে এসো
শিমূলের অতৃপ্ত বুক চিরে
সুতীক্ষ্ণ ধারালো আঘাতে ক্ষত-বিক্ষত করো
বখে যাওয়া সমাজের নাড়ী-নক্ষত্র
যেমন দংশন করেছিলে বায়ান্নর ভাষা আন্দোলনে।
এমনি করে আর একটি বার জাগিয়ে দাও
দমে যাওয়া চেতনার বীজ
যেমন জাগিয়ে দিয়েছিলে উনসত্তরের গণ আন্দোলনে।
এমনি করে আর একটি বার মাতোয়ারা করো
বাংলা ও বাঙ্গালীকে,
যেমন মাতোয়ারা করেছিলে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে,
এমনি করে আর একটি বার উদ্ভাসিত করো নিজেকে
যেমন উদ্ভাসিত করেছিলে নব্বই-এর গণ আন্দোলনে।
মৃত্তিকা মা আমার -
আমরা অনেক আশা ও প্রত্যাশা নিয়ে
সেই দিনের প্রতীক্ষায় আছি
যেদিন তুমি খুশির দমকে
আনন্দে উচ্ছ্বসিত হয়ে নিজেকে উদ্ভাসিত করবে।    


*         *          *           *          *          *