আবার সাজ়বে তুমি শহীদ মিনার,
হাজ়ারো রঙ্গের ফুলের সমারোহে সাজবে।
সাজবে অক্ষরে অক্ষরে
সাজ়বে বর্ণে বর্ণে।
কত মানুষ যে আসবে মিছিল নিয়ে
কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে
তোমায় সাজাবে নিঁখুত নৈপুন্যে।
তুমি যে তাদের প্রাণ,
রফিক, জব্বার, সালাম, বরকত
এমনি আরো নাম না জানা সোনার ছেলেরা
যারা নিঃস্বার্থে, নির্বিঘ্নে
নিজেদের উত্সর্গ করেছে তোমার পদযুগলে।
৫২ থেকে আজ অবধি কেউ তোমায় করেনি অবজ্ঞা
ষাটটি বছর পেরিয়ে তুমি বীরদর্পে
প্রেরণা যুগিয়েছ অতৃপ্ত বাঙ্গালীর তপ্ত বুকে।
এ দেশের প্রতিটি অঙ্গে-প্রত্যঙ্গে,
প্রতিটি শিরা-উপশিরা, রক্তকণিকায়
তোমার উদগ্র দৌরাত্ব।
বাতাসে তোমার জয়ের গৌরব
মাটিতে পদধ্বনি,
যে হাতে ধরেছ অস্ত্র
আজ সে হাতে তোমার রক্তিম কারুকাজ।