বুকটা তোলপাড় করে ওঠে অসীম যন্ত্রণায়
জীবন গাড়িটা থেকে থেকে থমকে দাঁড়ায়
কোথাও যেন হারিয়ে গেছে বিশ্বাসের শক্ত ভিত
নির্ভরতার নড়বড়ে খুঁটিটা
উপড়ে পড়তে চায় নীরবে
অশরীরী গা বেয়ে অলক্ষ্যে নেমে আসে
নোনা জলের ঝরনা ধারা।
রাতের বিছানায় ছট ফট করে
গুমরে মরে একাকীত্বরা,
অপেক্ষার দিনগুলি কাঁঠাল চাঁপার
গন্ধে আকুল,
নিভৃতে প্রহর গুনছে
মাধবী লতার বিরহী ঝাড়।
ঝিঁঝিঁ পোকার ব্যকুল ডাকে
সাড়া দেয় না মেঘমল্লারা
অহেতুক বেড়ে যায় যন্ত্রণার নোনা বৃষ্টি।