নৈশব্দকে আমি বাঁচিয়ে রাখি
নৈশব্দ আমাকে খোঁজে
অন্ধকারের বুক চিরে
আলোর ঝরনা ধারা
নির্ঘুম পাখির কিচির মিচির
জলের শব্দে বুদ্বুদ ওঠা,
ক্রমশঃ রাতের গভীরতা বাড়ে
বাড়ে কুকুরের ঘেউ ঘেউ শব্দ
ঝিঁ ঝিঁ পোকার বিরতিহীন মিহি ডাক
বড্ড কানে এসে বাঁধে।
কোথাও দুঃখের গভীরতা বাড়াতে
অতুল প্রসাদের গান একটানা বেজে চলে।
আর আমার ভুলের মাশুল দিতে
কালের অতল গহবর হতে
শুধু নিঃশব্দের গভীরতা বাড়ে।