অভিমানী আকাশটা
মুখ ফুলিয়ে শেষে,
রেগেমেগে কেঁদে ফেলে
দারুণ ক্রোধে রোষে।


মেঘে ঢাকা সূর্য্যটা
পালিয়ে যায় দূরে,
কেঁদে চলে আকাশ রাজ
একটানা সুরে।


সবুজ গাছের পাতা
ঝিকমিকিয়ে হাসে,
কদম ঝিয়ারী নব
জীবন জলে ভাসে।


ছোট ছোট সোনামনি
ঘর ছেড়ে সব
হাঁটু পানিতে নেমে
করে কলরব।


সোনা ব্যাঙ কুনো ব্যাঙ
অঝোরে আত্মহারা
আষাঢ়ে কাহন জুড়ে
প্রথম বৃষ্টি ধারা।