খুঁজে ফিরি আমার ভাল লাগার দূরন্ত শৈশব
কথায় কথায় মুন্সীয়ানা
খুঁনসুটি আর দুষ্টুমিতে পাল্লা ভারি করা
মিষ্টি হাসির রেশ।
খুঁজে ফিরি সেই লাজুক পায়ের
রিনিঝিনি শব্দ নুপুরের কঙ্কন ধ্বনি,
কৈশোরের লজ্জা জড়ানো চটুল চাহনি,
নতুন স্বাদে মেলে ধরা ভয়াতুর দৃষ্টি
কাঁপন জাগানো বুকে সৃষ্টি করা অবাক ধুম্রজাল ।
মান-অভিমানের এক অফুরন্ত ভান্ডার,
নিজেকে আড়াল করা সেই ফুটন্ত কৈশোর
কোথায় গেল আজ।
খুঁজে ফিরি সেই টগবগে তারুণ্যকে
অবাক চোখে যার বিশ্ব জয়ের স্বপ্ন,
কাংখিত বস্তু ছিনিয়ে আনার উদ্ধত মুষ্টিবদ্ধ হাত
চকচকে দৃষ্টিতে জীয়ন কাঠির ছোঁয়া,
ভাল লাগা ছড়িয়ে দেয়ার মন্তর
যেন প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে ছড়ানো।
চলন-বলন, কথা বলা,
কারণে বিনা কারণে উচ্চ হাসির রোল,
জীবনের উচ্ছ্বাস যেন বেঁচে থাকার রসদ জোগায়।
কোথায় গেল আজ সেই নিবিড় সঙ্গি আমার।