বাংলা মায়ের বাঙ্গালী সন্তান মোরা
    দিয়েছি দেশ স্বাধীনে রক্ত,
নাস্তিকদের হঠাতে মুসলিম বাচাতে
    বাঁশের লাঠি ধরো শক্ত।


কেউবা জামাত কেউবা চরমোনানাই
    আছে অনেক দল,
একতার ঝানডা হাতে নিয়ে রাজ পথে
    চলরে চল চল!


সময় এসেছে একতার ছায়াতলে
    মিলাই হাতে হাত,
মুসলিম মোরা সৈনিক মোরা
    মুহাম্মাদের উম্মাত।


মুসলিম বীর জাতি কাউকে
    করি না মোরা ভয়;
সূক্ষ্ম নাস্তিকের আস্তানা
    করে দেবো পরাজয়।


মুনাফিকের মতো খানকায় বসে
    আর কতো থাকব চুপ,
প্রান্তে ঘাটে আজ প্রকাশ পাচ্ছে
    তসলিমা নাসরিনের রুপ।


প্রতিবাদি ঝানডা হাতে নিয়ে
    দাড়াও সবাই রুখে,
পিছু হটবোনা ভয় পাবোনা
    যদিও বুলেট আসে বুকে।


ওমরের জাত মোরা-খালিদের জাত মোরা
    আলীর মতো বীর;
আল্লাহ ছাড়া করিবোনা কাউকে ভয়
    লিল্লাহে তাকবীর।


তাকবিরের ধনীতে আসমান জমিন
    করবো মুখরিত,
তবুও বাংলাদেশে চলিতে দেবো না
    নাস্তিকদের উল্লাসিত।


হে মুসলিম ভাই ইমানী চেতনা নিয়ে
    তুলো আবার গর্জন,
দাবী মোদের একটাই ৭১ টিভি
    করা হোক বর্জন।