ভাগ্যে আমার মেলে নাই এখনো
         অন্য কোনো দেশ যাবার,
অফসোস তবু হয় নাই কখনো
         অন্য কোনো দেশ দেখার।


দেখেছি আমি বাংলা তোকে
       দেখেছি আমি নয়ন ভরে,
তোর রূপেতে জুড়ায়েছি আমি
      ভোলায়েছি আমার মনটাকে!


বিচিত্র সব পাখির ডাকে
      ভোরে যখন ঘুম ভাঙে,
মনটা তখন হারিয়ে যায়
     অজানা এক আনন্দে।


হাজার রঙের ফুলের গন্ধে
     বাংলা যখন ভরে ওঠে,
দেখে তখন মনে আমার
    কত রকম সাধ জাগে!


আম-কাঁঠাল আর লিচুর রসে
       শিশু যখন মুখ মাখে,
অজান্তেতে হারিয়ে যাই
     শৈশবেরই স্মৃতিতে।


মাঝি যখন নদীর বুকে
      পল্লী গানের সুর ধরে,
মনটা তখন হারিয়ে যায়
     দূর দিগন্তের অসীমে।


রাখাল যখন গরু ছেড়ে
     বাশের বাশিঁর সুর তোলে,
শুনে তখন মুগ্ধ হয়ে
      হারিয়ে যাই মূর্ছনে!


উঁচু নিচু পাহাড় দেখে
      মনটা আমার মেতে ওঠে,
উঠতে যে চায়, ছুঁতে যে চায়
      উপরের নীল আসমানে।


কত রূপে গুণে ভরা!
       আমার এ বাংলাদেশ,
তোকে দেখে ভাবনা মাঝে
      হারিয়ে যাবার নেইকো শেষ।