মানচিত্রের মধ্যে আছে
    ছোট্ট একটি দেশ,
সেই ভূমিতে জন্ম আমার
    প্রিয় বাংলাদেশ।


এ দেশেতে উড়ে বেড়ায়
    পাক পাখালি কাক,
হঠাৎ মনে ভেসে ওঠে
    শেখ মুজিবের ডাক।


৫২ এর ভাষার জন্য শহীদ হলো
     নাম না জানা কত শত বীর,
সেই ভাষারি জন্য রফিক-শফিক
     জীবন ধরলো বাজী।


ভাষার জন্য জীবন দিলো
     মানুষ গুলোই বেশ,
এই শহীদের রক্তে কেনা
    মোদের প্রিয় বাংলাদেশ।


দেশের জন্য শহীদ হয়ে তারা
     বাংলায় পেয়েছে দাম,
ইতিহাসে ও গাঁথা আছে
     আজকে তাদের নাম।


দেশ বাঁচাতে তাজা রক্ত
    করিলো তারা দান,
বাংলার বুকে আজকে তাদের
     হলো যে সম্মান।


দেশের জন্য আমরাও ভাই
    জীবন ধরিবো বাজী,
চলো দেশকে বাঁচাতে ঝাপিয়ে পড়বো
    প্রতিজ্ঞা করি আজি।