এখন কোনো মানুষ মরলে
    তুলে নেয় না কাঁধে,
সবাই যেনো পড়ছে আজি
    করোনা নামের ফাঁধে!


খালি হচ্ছে মায়ের বুক
    ছেলে নেই কাছে;
করোনার এই ভয়াল থাবায়
    কবরে চলে গেছে!


বিশ্ব জুড়ে চলছে এখন
    সারি লাশের মেলা,
করোনা তুমি পৃথিবীর সাথে
    আর করো না খেলা।


বিশ্ব আজ পুরো নিস্তব্ধ
    নেই কোনো আনন্দ,
করোনা এখন বিদায় নিলে
    কেটে যাবে নিরানন্দ।


বিভিন্ন দেশে দিয়েছো হানা
    দিতে পারিনি বাঁধা,
বিশ্ব জুড়ে তোমায় নিয়ে
    আছে গোলক ধাঁধা!


অনেক হয়েছে এবার যাও
    যাও করোনা ফিরে,
যাও না ফিরে লক্ষী সোনা
    তোমার আপন নীড়ে।