সবার মনে হাজার স্বপ্ন
     মনে স্বপ্নের বসবাস,
কিছু জন্মে মরে কিছু অকালে
     তবু চলবেই চাষবাস।


কতো রঙের স্বপ্ন আছে
     রঙিন ধূসর সবুজ,
কিছু চালাক চতুর বুদ্ধিমান
    একগুঁয়ে আর অবুঝ।


স্বপ্ন দেখতে পয়সা লাগেনা
     গড়তে জীবন পার,
আছে সস্তা দামী ভিন্ন জাতের
      সবেতেই জিত হার।


অনেক স্বপ্ন এমনিই পোষা
    লাগবেনা কোনো কাজে,
অনেক আবার সত্যি মরণ
     আসে জীবনের সাজে।


আছে গাড়ীর স্বপ্ন বাড়ির স্বপ্ন
    কিছু স্বপ্ন ভাতের,
ভাঙা মনের স্বপ্ন ছিল
    স্নেহ ভরা হাতের।


কিছু মনের খাঁচায় বন্দী পাখি
    কখনো হবেনা মুক্ত,
কিছু রক্ত ঘামে জাগাবে জীবন
    কিছু ঝরাবে রক্ত।


রুগ্ন সবল আবার বেশ বলবান
   কতো রূপেই আছে,
মরা স্বপ্নরা প্রেত হয়ে হাসে
   মন মরাদের কাছে।


কিছু রক্তবীজ কখনো মরেনা
    শুধুই কাঁদিয়ে হাসে,
কিছু সঞ্জীবনী অমৃত সুধা
    হাসে হৃদয়ের পাশে।


স্বপ্ন জীবন গড়ে জীবন ভাঙ্গে
    ভাঙ্গা গড়াতেই কারবার,
তবু স্বপ্ন নাহলে মনেরা পাষাণ
    তাই ডেকেছি বারবার।