আমার প্রিয় জন্মভূমি
    আমি তোমাকেই ভালোবাসি,
হাজার বছর তোমার বুকে
    ফিরে ফিরে যেনো আসি।


তোমার শ্যামল প্রান্তর আমার
    হাত ছানি দিয়ে ডাকে,
হাজার স্বপ্নরা উঁকি ঝুঁকি মারে
    তোমার পথের বাঁকে।


তোমার আকাশে তারার মেলা
    হৃদয়ে জাগায় দোলা,
এত অপরুপ তোমার অঙ্গে
    কি করে যায় তা ভুলা?


তোমার নদীতে দেখেছি আমি
    শাপলা শালুক ফোটে,
দেখতে সে রুপ হৃদয় আমার
    বারে বারে যায় ছুটে।


গভীর নিশীথে ঝিঁঝিঁরা যখন
    শুনায় আমায় গান,
উদাসী এই মনটা আমার
    করে শুধু আনচান।


তোমার মাঠে রাখাল ছেলে
    বাজাই বাঁশের বাঁশি,
জোছনা রাতে মন ভরে যায়
    দেখে চাঁদের হাসি।


রাতের বেলা বাঁশ বাগানে
    জোনাকি করে খেলা,
আকাশ জুড়ে ভেসে বেড়ায়
    সাদা মেঘের ভেলা।


হাজার কষ্ট সয়েও যেনো
    তোমাকেই ভালোবাসি,
তোমার বুকে যেনো মা আমি
    বারে বারে ফিরে আসি।