করোনার কালো দূর হয়ে যাবে
    হবে নতুন সূর্যোদয়,
অভিশপ্ত রজনী শেষে আসবে
    ভোর যে বিষাদময়।


হারানোর বেদনায় অশ্রুসিক্ত
    নয়নে তাহার আলো,
তৈলহীন নেভা প্রদীপের মতো
    লাগবে আঁধার কালো।


আক্রান্ত মানুষের আত্মচিৎকার
    হয়তো ম্লান হবে,
বিয়োগ বেদনার্ত লখো হৃদয়ের
    ক্ষত চিহ্নটুকু রবে!


অসহিষ্ণু পৃথিবীর ভূ-পৃষ্ঠ হয়তো
    আত্মস্থ করিয়া শব,
সুর তুলবে বীণার ছেঁড়া তারে
    বেদনা বিধুর রব!


ঊষার আলো কুয়াশাচ্ছন্ন রবে
    গ্রীষ্মের সকালে তবু,
স্বর্ণালি সকালের এ আঁধার
    মুছে যাবে নাকো কভু।