কি যে করি পাইনা ভেবে
    ভালো নেই আমার মন,
মা আমার করছে মজার
    খাবার অনেক আয়োজন।


ভালো লাগেনা খাবার খেতে
    মুখে নেই রুচি,
আমার আবার ঠিক থাকেনা
   খাওয়ার সময় সুচি।


ছোট বেলায় খাওয়াতেন মা
    বলে নানান গল্প,
গল্প বলে খাবার মুখে
    দিতেন অল্প অল্প!


বড় হয়েছি তবুও মা
    মুখে খাবার দেয় তুলে,
সেই মা'কে বলো আমরা
    কেমনে যাই ভুলে।


ভালোবাসলে সবাই বলে
    ঝরে চোখের জল,
চির সত্য এই কথাটি
    আমি পেলাম তার ফল।


যার জন্য আমি পাগল
    সে নেয়না খোঁজ,
তার জন্য তবুও মনটা
    কেনো রয় অবুঝ।


মা জননী সন্তান কে
    টেনে নেয় বুকে,
হাজার কষ্টে থেকেও মা
    সন্তানকে রাখে সুখে।