এমন করে থাকবো না আর
    হারিয়ে যাবো দূর পথে,
থাকবে না আর কাছের সাথি
    অমানিশার ঘোর পথে।


একদিন আমি বদলে যাবো
    মরণ নেশার তাড়াতে,
আমার কথা বলবে না কেউ
    পড়শি-গাঁ আর পাড়াতে।


ব্যথায় আমার মনের মাঝে
    ধ্বংস হবে অংশ সব,
নীল বেদনায় অশ্রু হবে
    আমার পোড়া বংশ সব!


বদলে যাবে সুখ তরীটা
    আশা হবে শূন্যতে,
বুকের মাঝে বদলাবে কি
    ভালো আশার পূণ্যতে?


বদলে যাবো সত্যি আমি
    বদলে যাবো এইতো শেষ,
পাপের বোঝার কী হবেগো
    তার হিসাবের নেইতো শেষ।