মাটির মানুষ মাটির দেহ
    মাটির হবে বাড়ি,
বিলাস বহুল বাড়ি গাড়ি
    সবই যাবে ছাড়ি।


আসছ একা যাইবা একা
    যাবেনা কেউ সাথে
সোনার পালং পড়ে রবে
    ডাকবে প্রতি রাতে।


কাদের জন্য করছ তুমি
    কোটি টাকার ঘর,
দম ফুরালেই হয়ে যাবে
    যারা আপন পর।


রুপে ও যৌবন শেষ হয়ে
    হবে যখন বুড়ি,
খাইতে দাঁতে পাবে ব্যাথা
    খাবে যখন মুড়ি।


রুপে গুণেতে বিশ্ব সেরা
    গৌরব কর তার,
এসব হঠাৎ হবে বিলীন
    রইবে নাকো আর!


রাজা মন্ত্রী সুখের নিড়ে
    থাক কেমন করে,
রাজত্ব সবই ছেড়ে যাবে
    যাবে যখন মরে।


ধনিরা দেখি প্রসাদ গড়ে
    সুখে থাকার জন্য;
খানিক বাদে সে প্রসাদে
    হবে মালিক অন্য!


ছোট্র একটা মাটির ঘরে
    থাকবে তুমি একা,
গোনাহ নিয়ে গেলে পরে
    পাবে শাস্তির দেখা।


জীবন যৌবন পাপ কর্মে
    শেষ করেছ তুমি,
পাপ কর্মের সাক্ষী দিবে
   হাত পাসহ ভূমি।


জান্নাত দোযখ তব কর্মে
    লিখে রাখবে ভাই,
সকল হিসাব দেয়া ছাড়া
    কোন উপায় নাই।