ঐ উঠেছে রোজার চাঁদ
   দেখ বিশ্ববাসী,
ছোট বড় মুমিন যত
  ফুঠছে মুখে হাসি।


মাসের মাঝে সেরা মাস
  রমজানুল মোবারক,
যাকাত ফেতরায় আদায় হবে
   গরীব দঃখীর হক্ব।


সেহরী খাব ইফতার খাব
  আরও যত হালাল,
মিথ্যা ছাড়ব নেশা ছাড়ব
   আরও যত হারাম।


ছেড়ে দেব অন্যায় অনাচার
   আরও যত ঘুষ,
পরকালে নাজাত পেতে
   যদি থাকে একটু খানি হুশ।


কুরআন পড়ব হাদিস পড়ব
  আরও যত মাসয়ালা,
দ্বীন ইসলামের জ্ঞান দ্বারা
  গড়বো মোদের পাঠশালা।


ওয়াক্ত মত নামাজ পড়ব
  পাক পবিত্র হয়ে,
গুণাহ সব ঝরে যাবে
   ঝরনার মত বয়ে।


রহমত পাব নাজাত পাব
   আরও যত মাগফেরাত,
নফল দিয়ে কাটিয়ে দেব
   আল ক্বদরের রাত।


ফরয পড়ব তারাবীহ পড়ব
  আরও যত নফল,
বিনিময়ে রোজ হাশরে
  আমরাই হব সফল।



     পি পি আলী আকবর
    আল তাইমা, আল জাহরা
  www.aliakborpretty@gmail.com
     ১৭/০৫/২০১৮