আমি ক্ষুদ্র এক রাজা
   তুমি আমার রাণী,
আমি আছি রাজ্যে আমার
   তোমায় স্বপ্ন বলে মানি।


অজানা কোন দ্বীপে হয়তো
   আটক আছো তুমি,
ভালোবাসার প্রদীপ জ্বেলে
    খুঁজবো তোমায় আমি।


তেপান্তরের সুদূর মাঠের পরে
    আঁধার ঘেরা সপ্ত সিন্ধু,
তারপরে কত অজস্র আলো
    কত রহসের জমা বিন্দু।


সে সব আমি পেরিয়ে যাবো
    শত বাঁধা দেবো টুটে,
উড়ব আমি আকাশ পথে
   ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর পিঠে।


নামব আমি নতুন ভুবনে
    রহস্য ভরা দেশে,
রূপকথা ভরা তোমার গল্পে
   যাবই আমি মিশে।


হয়তো তুমি নেই কোথাও
    তবুও ভাবি তোমায়,
তুমি ছাড়া কে আর বলো
    ভালোবাসবে আমায়।


গান শোনাব কারে আমি
    নৃত্য দেখব কার?
তোমার পরশে খুলেই যাবে
   রূপকথার নব দ্বার।




        পি পি আলী আকবর
   আল শাদ আব্দুল্লাহ, আল জাহরা
 www.aliakborpretty@gmail.com
        ১৯♦০৬♦২০১৮