হৃদয় বাগে রাখছি এঁটে
    প্রিয় নবীর ছবি,
দিন পেরোলে ভালোবাসার
    উঠছে তেজি রবি।


ব্যাঙ্গ করে কেবা তাঁহার
    মান নামাবে ভূমি?
সারাটি দিন আকুল মনে
    দেয় যে তাঁকে চুমি!


তোদের আঁকা ব্যাঙ্গ ছবি
    থাকবে ঘরে পরে,
রাসূল প্রেমি তৈরি হবে
    এই পৃথিবী ভরে।


জাগরে সবে মুসলমান
    নেই কিছুই ভয়;
আসবে ঠিকই এমন দিন
    করবি তোরা জয়।


ভাবছে ওরা অপমানের
    বীজ দিয়েছি ছুড়ে,
শক্ত করো নিজের মন
    দাঁড়াও সবে ঘুরে।


পাগল হয়ে কুত্তা সেজে
    করে নোংরা কাজ,
বিভেদ ভুলে মুসলমান
    ঘুরে দাঁড়াও আজ।


পকেট থেকে টাকা দিয়ে
    কেনো পণ্যে হানা?
বিরত হও মুসলমান
    কিনতে করি মানা।


ঈমান তাজা করতে হবে
    এই দাবিটা করি;
স্লোগান হোক উচ্চ স্বর
নবীর পথ ধরি।


ওরে বেকুব তোদের বলি
    উচ্চে যার মান;
ব্যাঙ্গ করে কাটুন এঁকে
    যাবে কী সম্মান?


প্রিয় বন্ধু তিনি রবের
   সারেজাহান নবী,
রবের দেয়া তোর হাতে কী
    আঁকবি তাঁর ছবি?