সাহেদ মামা সাহেদ মামা
    তোমাকে সেলাম,
তোমার কাছে জীবনের
    মহা শিক্ষা নিলাম।


কখন কখন নামের সাথে
    কী লাগাতে হয়,
He এর বদলে She রূপ নিয়ে
    পালিয়ে যেতে হয়।


কেমন করে তা না হয়ে
    তা হতে হয়,
কেমন করে টক শোতে
    মিঠা কথা কয়!


গুনের পাল্লা ভারী তোমার
    ধন্য মাতাপিতা,
কথার মালা এমন গাঁথো
    যেনো দেশের মাথা।


সব যাদুই ফেল মেরেছে
    তোমার ভেলকীর কাছে,
শুনেছি সব যাদুকরেরা তোমায়
    গুরু মানতে আছে।


জেলে তোমাকে আটকে রাখবে
    কেমন করে হয়,
সেরা ভেলকী দেখিয়ে তুমি
   বেড়িয়ে আসবে নিশ্চয়।


গরিবের টাকা বড় লোকের টাকা
    ব্যাংকের টাকা রাষ্ট্রের টাকা,
সবার টাকা কেমন করে
    নিজের করতে হয়,
টাকার জোরেই সাহেদ মামা
    হয়ে যাবে অক্ষয়।


সবাই বলে ভন্ড প্রতারক
    আমি বলি গ্রেট,
মামা তোমার জোরে
    সবাইকে করবো থ্রেট!


সামনে আরো সুদিন আছে
    গোপনে জানিয়ে রাখি,
হাজী মুক্তিযোদ্ধা শব্দ গুলো
    এখনো লাগানো বাকি।


ছোট চিটেরা ওনাম নিয়েছে
    তুমিই রয়েছো ফাঁকা,
সময় মতো লাগিয়ে নিও
    তুমি নও এতো বোকা।


জানি জেলের মধ্যে তোমার খেলায়
    সব হবে তোলপাড়,
এতোদিন তুমি সাহেদ ছিলে
    এখন তো টাকার পাহাড়।