পৃথিবীতে তোমায় মাগো
    প্রথম যে দিন দেখি,
চোখে দেখা সব কিছুতেই
    মাগো তোমায় খুঁজি।


আমার মনে অবাক করা
   ভালো লাগা ছিল,
তোমার আদর পরশে মা
    প্রাণ জুড়িয়ে গেলো।


বুঝতে তখন হয়নি মাগো
    একটু খানিও দেরি,
তুমি মাগো জগত দেখানো
    আমার মা জননী।


হাজার কষ্ট জ্বালার মাঝে
    আমার মা জননী হাসে,
কবে ছেলে বড় হয়ে
    মায়ের কষ্টকে ভুলাবে।


যখন কোন কষ্ট মা
    আমার মাঝে দেখে,
মায়ের চোখে মুখে
    আমার কষ্ট ভেসে উঠে।


তোমরাই বলো এমন মা'কে
     কষ্ট যারা দিবে,
ত্রিভুবনে তারা কোন
    সুখী সুন্দর জীবন পাবে।


মাগো যদি কোন কাজে
    দুঃখ পেয়ে থাক,
নিজ গুনে ক্ষমা করো মা
     ভুল আমার ছিল।


সারা জীবন কষ্ট শেষে
    ছেলে বড় হলে,
মায়ের স্বাদ পূর্ণ করিবে
     ভালোবাসা দিয়ে।


যতো কষ্টই আসুক মাগো
    আমার এই জীবনে,
তোমার আশা পূরণ করেই
     মাগো সার্থক জনম হবে।


সবার শেষে মায়ের কাছে
    একটা চাওয়াই আছে,
পৃথিবীতে কোন কারণে
    যদি কখনো আছি,
তোমার কোলেই জনম মাগো
     লয়ে যেন আছি।




            পি পি আলী আকবর
    আল সাদ আব্দুল্লাহ, আল জাহরা
  www.aliakborpretty@gmail.com
          ২৯*০৬*২০১৮