অজানা এক স্টেশনে
    নানা লক্ষ্য সামনে নিয়ে,
যাত্রী সবাই দাড়িয়ে আছে
     জীবন গাড়ীর অপেক্ষাতে।


আসিলো গাড়ী সময় করে
    উঠছে তারা এক একে করে,
যেমন দামের এনেছে টিকেট
     যাবে যে তারা তেমনি করে।


অদৃশ্য একজন চালক বসে
     এ গাড়ীকে চালান করে,
যাত্রীরা কী করছে বসে
     সেই দিকও তার খেয়াল আছে।


গাড়ীর ভেতর বসে থেকে
     কেউ হাসে-কেউ বা কাঁদে
কেউ বা আবার চালক খুঁজে
     কত রকম কর্ম করে।


উঁচু নিচু সমান পথে
    জীবন গাড়ী ছুটে চলে,
যাত্রাপথের ধকল বয়ে
     যাত্রীরা কেউ ঝিমিয়ে পড়ে।


পৌঁছলে গাড়ি গন্তব্যতে
     নামতে হবে যাত্রীদেরকে যে,
নিয়ম তখন থাকবে না ঠিক
    কে উঠিছে আগে পরে।


নেমে যাওয়া যাত্রীদের আর
    দেয়না সুযোগ গাড়ীতে ওঠার,
নতুন নতুন যাত্রী নিয়ে
     চলবে গাড়ী অচিনপুরে।