অপরূপ রূপের মায়ার আধার
     চারিদিকে শুধু সবুজের সমাহার,
যে দিকে তাকাই পাই শুধু
    সৌন্দর্য্যের কারুকার্যের দৃশ্যের বাহার।


পূবালী হাওয়া হয়ে দিবানা
     লতায় পাতায় দিয়ে যায় দোলা,
যে দিকে তাকাই দেখি শুধু
     সবুজ আর সবুজে অরেণ্যের মেলা।


মন ভরে যায় পাখির সুরে
    সুঘ্রাণ বয় ফুল বাগানের পাণে,
বৃষ্টি ঝড়ে অভিরাম স্রোতে
     আপন করে মাটি নিজের বুকে।


সুজলা সুফলা রূপের নেইতো শেষ
     পদ্মা মেঘনা যমুনা টানে প্রকৃতির রেশ,
বাইয়া গাঙ্গ মাঝি ধরে গান
     ভাটিয়ালি সুরে মন করে আনচান।


হইয়া পাখি মন করে উড়া উড়ি
     মুক্ত আকাশে বানায় আপন বাড়ি,
রংধনুর সনে খেলে রঙের খেলা
    এই ভাবে কাটে সারা বেলা।


সকাল থেকে সাঁঝে প্রতিটি দিন সেজে
     প্রকৃতি হাসে সর্ব সবের তরে,
এই তো আমার জন্মভূমি
     সবচেয়ে দামী সোনার বাংলাদেশ।