আমি না জেনে না শুনে
   অজানা কোন পথের পানে
বাড়িয়েছি পা,
   তবু আমার ভালোর জন্য
শত অপমানেও ধন্য
    পিছু ডেকেছে মা।


মায়ের ডাকে বুকটা কাঁপে
   শঙ্কা যেন ধাপে ধাপে
তবু পা বাড়াই,
   শেষ বুঝি ঐ খুবই কাছে
তাকিয়ে দেখি শূন্য পাছে
   আমি শেষ খুঁজে না পাই।


যখন পথ হারিয়ে যাই ছাড়িয়ে
   অচেনা প্রান্তরে ,
আমার মাকে মনে পড়ে
   নরক খুঁজতে এসেছি আমি
স্বর্গ রেখে ঘরে।


যত ক্ষত আমায় দাও
    হেসে বলে মা,
বিধি আগে আমায় নাও
    আমার ছেলেকে না।


কি কঠোরে রেখে জঠরে
    করেছে বড় মোদের,
ওরা নারী মায়ের জাতি
     তুলনা হয়না ওদের।


ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক
    শোনে যে মায়ের কথা,
তার সকল ইচ্ছা পূর্ণ  হয়
    জীবনে পায় সফলতা।