যখন আমি একাকী থাকি বসে
  কোন চিন্তা ভাবনা মাথায় না আসে,
বেলা শেষে যখন সাঁঝ আসে ঘনিয়ে
  তখন তোমার কথাই যে মনে পড়ে।


উদ্ভ্রান্তের মত হাঁটি যখন রাস্তায়
   লোকে পাগল ভেবে যখন তাকায়,
আমার দৃষ্টি পিচ ঢালা পথে যায় ছড়িয়ে
   তখন তোমার কথাই যে মনে পড়ে।


অবসন্ন মনে যখন কিছুই লাগে না ভাল
  অসহনীয় চিন্তা মনকে করে দেয় কালো,
দীর্ঘশ্বাস যখন আসে বুক চিঁড়ে বেরিয়ে
   তখন তোমার কথাই যে মনে পড়ে।


কাঠ ফাটা রোদে যখন হয়ে যাই ঘর্মাক্ত
  মাসের শুরুতেই যখন নিজেকে পাই রিক্ত,
যখন হতাশায় কিছুই মনে না আর আসে
   তখন তোমার কথাই যে মনে পড়ে।


প্রচন্ড কষ্ট যখন মনকে করে দেয় আচ্ছন্ন
   চিন্তার রেখাগুলো সব হয়ে যায় বিচ্ছিন্ন,
ভীষণ ক্লান্তিতে যখন শরীর ঝিমিয়ে পড়ে
   তখন তোমার কথাই যে মনে পড়ে।


কাজের চাপে যখন হয়ে যাই দিশেহারা
   যখন ভেবে দেখি যে আমি এখন তুমি হারা,
আমার পাশে যখন পাই না তোমাকে দেখতে
   তখন তোমার কথাই যে মনে পড়ে।


অলস ছুটির দিনে বেরিয়ে পড়ি একাই বাইরে
   একা আর কতক্ষণ ভাল লাগে ঘরের ভিতরে,
আমি যাই একাই কারণ তুমি নাই যে সাথে
    তখন তোমার কথাই যে মনে পড়ে।


তোমার স্মৃতি মিশে আছে যে সব স্থানে
  আমি বার বার সেথা যাই তোমারই সন্ধানে,
বারংবার তোমার মুখটা চোখে ভেসে ওঠে
  তখন তোমার কথাই যে মনে পড়ে।


সবাই যখন আমার উপর হয়ে যায় রুষ্ট
   চোখের সামনে করুণ অবস্থা হয় যবে দৃষ্ট,
সাহায্যের আশায় যখন এই হাত দেই বাড়ায়ে
    তখন তোমার কথাই যে মনে পড়ে।


যখন ভাবি ঘনিয়ে এসেছে আমার জীবন সায়াহ্ন
   স্পষ্ট যখন দেখতে পাই শেষ বেলার কিছু চিহ্ন,
একটাই মুখের ছায়া ভাসে যখন অন্তর গহ্বরে
    তখন তোমার কথাই যে মনে পড়ে



        পি পি আলী আকবর
         আল জাহরা,কুয়েত