(১)
এ ধরাতে নাই কেহ মোর আপন
যারা ছিল আপন তারা ছিঁড়েছে বাঁধন
আজ শুধুই রোদন,আজ শুধুই রোদন
(২)
যারা ছিল এই বুকে পেতে ঘর
তারা আজ হয়ে গেছে দূর, পর
আজ নয়তো কেউ আর প্রিয়,স্বজন
আজ শুধুই রোদন,আজ শুধুই রোদন

(৩)
যাদেরকে দিয়েছি সব উজাড় করে
বেঁধেছে বাসা তারা স্বার্থের পরে
পেয়েছি আমি শুধুই শুন্য উনুন
আজ শুধুই রোদন, আজ শুধুই রোদন