(১)
আলো ভরা জীবনে নেই তুমি হায়
তুমি থাকলে আলো হত আরো আলোময়
(২)
তুমি যে আমার সুখের সানাই
তোমার সুরে স্বপ্নেতে আমি গান গাই।
তুমি থাকলে স্বপ্নও হত বাস্তবময়
তুমি থাকলে আলো হত আরো আলোময়।
(৩)
আস আস আস ওগো আস মোর পানে
তুমি এলে এ জীবনের খুঁজে পাই মানে
তুমি এসে এ জীবন কর ধন্যময়
তুমি থাকলে আলো হত আরো আলোময়।
আলো ভরা জীবনে নেই তুমি হায়
তুমি থাকলে আলো হত আরো আলোময়।