আমি আর কবিতা পথের ধারে বেড়াতে যাই।
একটি ফুল দেখে অভিভূত হয়ে পড়ি।
সে ফুলটি বিনিময় করি।
তখন আমাদের মধ্যে ভালবাসা হয়।
আমরা বলি, এ ভালবাসার জন্যইতো আমরা অপেক্ষা করছিলাম।


আমরা এ ভালবাসার খবর তারিফকে বলি।
তারিফ আমাদের প্রশংসা করে।
বলে, এ ভালবাসা আরও গাঢ় হোক।
আমরা ভালবাসা গাঢ় করতে আরো গভীর বন্ধনে জড়িয়ে পড়ি।
তখন আমরা যেন পৃথিবীর দুটি অচিন পাখিতে পরিনত হই।
আমরা বলি, এমন দিন আমাদের জন্য আছে তা যদি আগে জানতাম!