বনলতা সেন কোথায় তুমি থাক!
তোমার তরে কত কবিতা লিখি, কত গান গাই তার ইয়ত্তা নেই।
আমি সপ্তম আসমানে একদিন থাকি তোমার তরে গোলাপ বিসর্জন দিয়েছিলাম।
এ ধরনীর যত ফুল, যত কলি সব তোমার গান গায়।
আসমানের শেষ লহরে যে নক্ষত্রটি উদিত হয় সেটি তোমার কথা বলে।
যদি একদিন কাশ্মিরে যাই তাহলে কাশ্মিরের জবা তোমার তরে বলি দিয়ে আমি শুধু তোমার গান গাইতে থাকব।
ওগো মোর প্রিয়তমা একবার এসো- ফুলের পাপড়িতে ঝর্ণা ঢালো - আকাশের তারায় সিন্ধুর লহরী উপহার দাও।