বনলতা সেন,
                তোমায় আমি দেখিনি।
    কি কল্পনা তুমি আঁকতে বসে বসে? কারা সে কল্পনার ভাগীদার ছিল?
    তুমি যে ছিপ ফেলতে 'পশ্চিম' পুকুরে,  সেথায় কারা ভেসে উঠত?
       চন্দ্র-তারা একদিন ভেবে ভেবে বলেছিল,  এ- ই অশ্বিনী দিগয়ম্বরী হবে।
       তোমায় নিয়ে ভাবতে ভাবতে নেপোলিয়ন এক যে ঘুমের ঘোরে হারিয়ে গিয়েছিল।
       আকাশ-বাতাস-তরু-লতা বলেছিল আমরা যদি দিন রাত তার ছবি না আঁকি তবে আমাদের পূজার শেষ হবে কিভাবে?
                    যুগান্তরের পাখিরা নাচতে নাচতে তোমার অধিশ্বরী গাইছিল।
       আকাশ থেকে ইন্দ্র বাঁশি বাজিয়ে বলেছিল তুমি চিরকাল সুয়োরানীর নিদ্রা যাবে।
    ইশ্বর তার শেষ অংকে  তোমাকে এঁকে   এক যে বিশ্ব-নন্দিতার গান গাইছিল।
   ___ ( ইশ্বর) বলেছিল আমার আর কোন অর্চনার দরকার নেই।