বনলতা সেন কোথায় তুমি থাক! কোথায় তোমার বাস!


তোমার অধরে কত ফুল!
তোমার চাহনীতে কত জোছনা!


তুমি কি মঙ্গলের ফোবোস?
তুমি কি বৃৃহস্পতির ক্যালিস্টো?


তোমায় নিয়ে হাজার কবিতা লিখলেও কবিতার শেষ হবে না।


তোমার তরে যদি বিটোফেন মোজার্টের সব সুর এক করা হয় তারপরেও সুরের শেষ হবে না।


তোমার তরে একটি স্বর্ণমন্দির তৈরী করে সেখানে একটি হীরের প্রাসাদ গড়িয়ে শিখা- চিরন্তনী জ্বালালেও এ জীবনের সাধ পূর্ণ হবে না।

তুমি যে  ভিওয়াই ক্যানিস মেজোরিসের হ্যাট।


( বিঃ দ্রঃ ফোবোস, ক্যালিস্টো দুটি উপগ্রহের নাম আর ভিওয়াই ক্যানিস মেজোরিস হল সবচেয়ে বড় নক্ষত্র।)