(১)
ছিল একজন
কেড়েছিল মন,
দিয়েছিলাম তারে
হৃদয় অংগন
(২)
বুকের যমিন
শূন্য করে
একদিন সে
ছেড়ে যায় মোরে
(৩)
এখন আমি
বসে একাকী
শুধুই তার
প্রতীক্ষায়  থাকি।
(৪)
হায় হায় হায়
দিন নাহি যায়
সে আছে কোথায়?
মন তাকে চায়।


(৫)
ওগো প্রিয়তম্
শোন দিয়া মন
তমিহীনা আমি
নিঃস্ব এখন।
(৬)
মন আমার কেমন
করে যে এখন
তোমার তরেতে( খোঁজেতে)
পাগল দেহ-প্রাণ
(৭)
এসো এসো এসো
এই বুকে এসো
যদি মন চায়
তবে ভালবেসো।
(৮)
পথ চাওয়া শেষে
যদি সে আসে
কভু ভালবেসে,
ফুলেরা হাসে।