সারাদিন বৃষ্টি ঝরে।তোমার কথা মনে পড়ে।যেন দুফোটা সোনা বর্ষিত হয়।মনে পড়ে কোন সে পাড়াগাঁয়ের অধরার কথা।


গুনগুন গান গাও। সে আসে; মোরা ছুটে বেড়াই বৈশাখীর দেশে।


একদিন তুমিও ভালবেসেছিলে।আমিও।আজ সে নাই।আজ যেন সোনালী লগন এসেছে।


আবার হাসবে, গাইবে; নতুন ফুল তারায় তারায় খচিত হোক।


চন্দনের সুরভীমাখা ডালাটি স্বর্ণালী দ্বিপ্রহরের অপেক্ষা করে।