তুমি আমার  আকাশ, তুমি আমার বাতাস
তুমি আমার পাথার, তুমি আমার নদীঃ
তুমি আমার সব।


এমন কেন?
তুমি আমাকে একটি ফুল দিয়েছ।
এ ফুলটি বার বার দিয়ো।


এ ফুলটির জন্য কেঁদেছিলেন শিরি, এ ফুলটির জন্য কেঁদেছিলেন ফরহাদ।
শিরি ফরহাদকে বলেছিলেন,তুমি আমাকে এ ফুলটি না দিলে আমি মরে যাব। ফরহাদ শিরিকে বলেছিলেন, তুমি আমাকে এ ফুলটি না দিলে আমি মরে যাব।
শেষ পর্যন্ত দুজনই মরে গিয়েছিলেন।


তুমি আমাকে দাও আমি মরবনা।