(১)
স্মৃতির  পাখিরা নাম ধরে ডাকে
কেউ ছিল জীবনের প্রতি বাঁকে,
আজকে সে কেন দূরে থাকে?
এই মন যে বেদনার ছবি আঁকে।
(২)
ছিল সে জীবনের হয়ে কূল-কিনারা
আজকে তাকে ছাড়া আমি দিশেহারা
সে এসে দেখাক পথ এই পথহারাকে
এই মন যে বেদনার ছবি আঁকে।
স্মৃতির  পাখিরা নাম ধরে ডাকে
কেউ ছিল জীবনের প্রতি বাঁকে,
আজকে সে কেন দূরে থাকে?
এই মন যে বেদনার ছবি আঁকে।