আজ দেখলাম ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস ও মিটু সর্দার নামে দুইটি আইডি থেকে একই কবিতা আসরে প্রকাশ করা হচ্ছে।একজনের কি দুইটি আইডি রাখার নিয়ম আছে? যদি না থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হল।
আজ দেখলাম ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস ও মিটু সর্দার নামে দুইটি আইডি থেকে একই কবিতা আসরে প্রকাশ করা হচ্ছে।একজনের কি দুইটি আইডি রাখার নিয়ম আছে? যদি না থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হল।
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ১০টি মন্তব্য এসেছে।
প্রোফাইলের তথ্যানুযায়ী, কবি মিটু সর্দার-এর জন্মস্থান ব্রাহ্মনবাড়িয়া, বাংলাদেশ এবং বর্তমান নিবাস আল-জুবাইল, সৌদি আরব। অপরদিকে, কবি ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস-এর জন্মস্থান ও বর্তমান নিবাস উল্লেখ করা হয়েছে নড়াইল , বাংলাদেশ। তাই বলা যায়, উভয় ব্যক্তি একজন নহে।
আইপি এড্রেস অনুযায়ী কবি মিটু সর্দার-এর বর্তমান অবস্থান সৌদি আরব। অপরদিকে, কবি ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস-এর বর্তমান অবস্থান ভারত। অর্থাৎ, ইন্দ্রজিৎ কুমার বিশ্বাসের প্রোফাইলে প্রদত্ত ঠিকানা ভুল বা ভূয়া।
কপিপেস্ট করে কবিতা প্রকাশের তথ্য-
অপমৃত্যু - মিটু সর্দার- প্রকাশ তারিখ- ২০/০৫/২০২১
অপমৃত্যু - ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস- প্রকাশ তারিখ- ২৪/০৬/২০২১
নির্জন রূপালী হাত- মিটু সর্দার- প্রকাশ তারিখ- ০২/০৬/২০২১
নির্জন রূপালী হাত- ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস- প্রকাশ তারিখ- ২১/০৬/২০২১
বয়স আমার চল্লিশ- মিটু সর্দার- প্রকাশ তারিখ- ২৩/০৬/২০২১
বয়স চল্লিশ - ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস- প্রকাশ তারিখ- ২৫/০৬/২০২১
উপরের তথ্যানুযায়ী, কবি মিটু সর্দার যে কবিতাটি বাংলা কবিতা ডটকমে প্রকাশ করেছেন; কবি ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস পরবর্তী সময়ে কবিতার আসরে সেই কবিতাটি তার নামে প্রকাশ করেছেন। এ হিসেবে দেখা যায় জনাব ইন্দ্রজিৎ কুমার বিশ্বাসই কপিপেস্ট করে কবিতা প্রকাশ করেন। এই ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস বিভিন্ন সময়ে বাংলা কবিতার বিভিন্ন কবির কবিতা তার ফেসবুক পেইজে নিজের নামেই প্রকাশ করতেন। এহেন কর্মকাণ্ড নিয়ে আমাদের একজন সম্মানিত মডারেটর লিঙ্কসহ প্রমাণ তুলে ধরেছিলেন।
এ ব্যপারে বাংলা কবিতা ডটকম-এর নিয়মাবলী অনুযায়ী নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু, তার সাথে যোগাযোগ করার কোন মাধ্যম (মোবাইল নম্বর বা ফেসবুক লিঙ্ক) নাই; তাই, তার পাতায় এ ব্যপারে ব্যাখ্যা চাওয়া হবে। অতঃপর, সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দুটো আইডি তে কবিতা গুলো মিলিয়ে দেখে মনে হচ্ছে একই ব্যাক্তি এই দুটো আইডির মালিক......
কবিতার প্রকাশকাল ভাল ভাবে খতিয়ে দেখলে দেখা যাবে যে কোন একটি "কবিতা মিটু সর্দার" এর আইডি তে প্রথমে প্রকাশ হয়েছে এবং পরে "ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস" এর আইডি তে প্রকাশ পেয়েছে... আবার এমন অনেক কবিতা রয়েছে যা "ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস" এর আইডি তে প্রথমে প্রকাশ পেয়েছে পরে "মিটু সর্দার" এর আইডি তে প্রকাশিত হয়েছে... যদি এটা কবিতা চুরির ঘটনা হত তাহলে কোন একটি নির্দিষ্ট আইডি তেই কবিতাটি প্রথমে প্রকাশিত হত... আর কবিতা চোরের আইডি তে অবশ্যই পরে প্রকাশিত হত। তাই আমার মনে হয় একই ব্যাক্তি সচেতন ভাবে সমান্তরাল দুটো আইডি চালিয়ে যাচ্ছেন...
এখানে একজনের দুইটি আইডি না হয়ে, একজন আরেকজনের কবিতা চুরি করে নিজের নামেও চালাতে পারে। উপরে উল্লিখিত একজনের নামের সাথে কিছুদিন আগে ফেইসবুকে কবিতা চুরির যে অভিযোগ পাওয়া গিয়েছিল তার মিল দেখতে পাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখবেন। আপনাকে বিষয়টা আলোচনা বিভাগে তুলে ধরার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ।
কোনও কারণ ছাড়া একই ব্যাক্তির যদি দুই বা ততোধিক আই ডি পাওয়া যায় তবে নিয়ম অনুযায়ী সবকয়টি আই ডি ব্লক করে দেওয়া হয়। অভিযোগ দায়ের যখন হয়েছে কতৃপক্ষ অবশ্যই তা যাচাই করে উচিৎ পদক্ষেপ নেবে। ধন্যবাদ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.