আজ ফুরফুরে মেজাজে আছি।


      আজ সবকিছু আলোময় লাগতেছে।


     দূর দূরান্তে যে সূর্যটি হেসে রয়েছে তাকে আজ           নির্লিপ্ত প্রদীপ মনে হচ্ছে।


    আজ কোথায় কারা সোনালী ধান কেটে___ মটকা ভরতেছে।


   আজ যে শিশুটি জন্ম নিল সে আজ দেখলনা কোন নীল হাহাকার।


    যে বধূ আজ বাসররাতে বিছানায় গেল সে যে কোন্ রাফলেশিয়ার কলি দেখেতেছে।


      আজ শিয়াল হাঁকে আর বলে আজ আলো আমার আধার পুরা করতেছে।


     নব-জন্ম নেয়া এক তিথি পাখি আজ সরস্বতী বাতাসকে আলিঙ্গন করতেছে।


    কি আর বলব, কি আর দেখব আজ পূর্ণিমা তিথি তার শুভ জন্মাষ্টমী পালন করতেছে



     আজ যদি সর্বভুক__ ধরাতে নেমে আসে সে দেখবে এক অগ্নিকান্ডে আলো জ্বলতেছে।


      আজ দাজ্জাল এসে কিছুক্ষণের জন্য আলোক-ইশ্বর ভোগ করার প্রস্তুতি নিতেছে।


      আজ নরকবাসীরা বলে একটি নাটক দেখার জন্য আজ আমি ভবে যাব।


      ঈশ্বর বলে স্বর্গ নরক মর্ত আজ ফুরা হল।