গোলাপ, তোমার সাথে কথা বলব।তোমার গায়ে একি পলিশ বাশরীর সুর বাজায় ; আমি ঠিক থাকতে পারিনা।


কোন কল্পলোকে কোন মহিয়সী নারী 'তোমা' যে স্বপ্নে দেখেছিল; গায়ে 'হুর' মাখে।


আকাশ থেকে 'শুকতারা' জোছনা এনে আমি তোমাকে রাঙাব।


আকাশের গায়ে এক যে হুর-পরী চেয়ে থাকে তার মণিতে একি 'সুর' বাজে।


আসমান- যমিন বিদীর্ণ করি যে ফুল ফোটে সে ফুলে তোমা' 'শোভা' শোভা পায়।


আমি হাজার বছর ঘুমাতে পারিনা শুধু তোমার খোঁপায় আলগা 'শিস' দেখা যায়।


কতকাল, কত রাত তুমি আমার ছিলে আমি শুধু খোঁপা' বেণি দিতেছিলাম।


'তার' তরে একটি কবিতা লিখে সে কবিতা গঙ্গা'
জলে ভাসিয়ে দিলে ভাল লাগত।