মহিনের বাগানের চারপাশে যে গোলাপ ফুটেছিল
সে গোলাপ কেন তোমরা হাত দিয়ে ছুঁয়ে দেখ না।


তবে কি গোলাপের কোন  মোহ-মায়া নেই? গোলাপ কি  এক  মাকাল ফল?


তোমরা আমাকে একটি গোলাপ এনে দাও আমি কেটে টুকরো টুকরো করে মেঘনার জলে ভাসিয়ে দেব।