তোমাকে কিভাবে আঁকব আমার যে জানা নেই;তোমার দুচোখে নীলগিরি-প্রভা বিচ্ছুরিত হয়।তুমি আসমানের শেষ বৃহস্পতির শেষ গ্যানিমেডে থাকতে।


কত জন, কত কাল সাধনা করেছিল তোমাকে আঁকতে ; কিন্তু তাদের সাধ্য হয়নি।


আমি ভার্জিলের, হোমারের কল্পনায় দেখতে চেয়েছি কিন্তু পাইনি।


আমি  'ইউনিমেড' থেকে তোমাকে তুলে এনেছি।


আজ আমি আঁকব মন ভরে, আসমানের "নীহারিকা" ভরে, তুমি চুপ করে থেকো।


এ আসমানে যত তারা দেখা যায় সব একসাথ হয়ে তোমার কথা বলবে।


আসমানকে বল চিৎকার করতে, এক বিস্ম'-নক্ষত্র উথ্থিত   হয়েছে।