(১) সপ্তডিঙ্গা


৪৫০ বছর আমি তোমার ছিলাম।
সেদিন খোঁজ রাখনি।
আজ এলে।
নতুন ফুল ফুটল।
এ ফুলটি আমি ভাল করে দেখব।


(২) অপরূপ


তোমার চোখে চশমা।
আমি কি করে দেখি?
তোমাকে দেখতে আরও একটি নতুন চশমা লাগবে।


(৩)প্রিয়কবিতা


কবি নির্মলেন্দু গুণের সবচেয়ে প্রিয় কবিতা 'তুমি'।
সেই তুমি আসলে।
হাসলে।
এ হাসি গুণ আমাকে উপহার দিয়েছে।


(৪)তুমি


তোমাকে পেয়ে সব পেয়েছি।
কি করে বলি?


তুমি নতুন নাম ধর সে নামে তোমাকে ডাকি।


(৫) প্রিয় কবিতা


কবিতা লেখার সাধ নেই।কবিতা লেখার সাধ মরে গেছে।


আবার একটি কবিতা কবে লিখতে পারব যে কবিতাতে 'তুমি' আছ?


(৬) ক্লীওপেট্রা


তার নাম ক্লীওপেট্রা।
সে আবার এসেছে।


তাকে পেয়ে জগৎ আবার হেসেছে।