(১)মস্ত বড়


দুনিয়া তুমি কত বড়!
তোমাকে জানা হলনা।
আমার যদি একটি ঘোড়া থাকত ঘুরে ঘুরে দেখতাম।


এ পৃথিবীর পরে আর কোন পৃথিবী জন্ম নিবে কিনা জানা নেই।


(২) সকালের সূর্য


সবাই যখন চলে যাবে, তুমি যেওনা।
তুমি গেলে আমি বাঁচব কি করে!


তুমি যে সূর্যডোবা ভোরে একটি গোলাপ।


(৩)বড় দুঃখ!


ধরনীটা শূন্য।
এখানে যে কেউ নেই।
শুধু অন্ধকার আর অন্ধকার.....।


আবার কেউ যদি জন্মায় তার নাম কে রাখবে সে জনার নাম জানা নেই।


(৪) সুন্দর ফুল


সকাল থেকে ভাবছি তোমাকে একটি ফুল দেব।
তুমি এ ফুলটি দিলে কি বলবে?
নিশ্চয়ই ' সুন্দর'।
আমি এ ফুলটির জন্য অপেক্ষা করছিলাম।


(৫)স্বপ্নের হুর
ঘুম যাই;
তোমাকে স্বপ্নে দেখি।
তুমি স্বপ্নে আস;
ফুল দাও, বল, ভালবাসি।


স্বপ্নে দেখা হুরেরা গল্প করে, আমি সে হুরটিকে ভালভাবে চিনতে পারিনি।


( ৬) অনন্যা


সুন্দরের তিন নাম ; হাস্নাহেনা, গোলাপ, সুন্দরী।


সে কোন নামটি বেছে নেবে? শেষ পর্যন্ত 'সুন্দরী'কেই বেছে নিল।


(৭) আলেক্জান্ডার এক বীরের নাম


আলেক্জান্ডার খুব দ্রুতগতিতে হাঁটতেন।
এক মহিলা বললেন, আপনি এত দ্রুতগতিতে হাঁটেন কেন?
আলেক্জান্ডার বললেন আমি যদি দ্রুতগতিতে না হাঁটি আপনি হাঁটা শিখবেন কিভাবে।