(১) মনা


   ওরেও ছোট্টমনা
   আসোনা কাছে আসোনা
  দেব আজকে তোমায় ওগো
       রত্ন, জহর, সোনা।


(২) কি হল!


   হায় বাংলাদেশ!
  তোমাকে নিয়ে এ কি স্বপ্ন ছিল!
   তুমি কাঁদবে পাহাড়ের ডগায় বসে!
   তুমি হাসবে সিয়ার্সটাওয়ারের নীচু তলায় বসে!


    তুমি গঙ্গাসাগরে প্রসাদ্ দাও।



(৩) কি সুন্দর


দাঁড়িপাল্লায় তোমাকে ওজন করা যাবেনা


তোমাকে যে মাপতে হবে ক্লীওপেট্রার সুরে


তুমি স্বর্গের ভেনাস হয়ে এ-থায় আস



আমি পদ্মার ফুল তোমার গলায় ছড়িয়ে দেব।



(৪) 'নদী'


    সেই নদীর গল্প।
    সে যে শুধু বয়ে বেড়ায়।
   সে 'কাকে' ধরতে পায়না।


      তার এ গল্প লিখবে কে?


            সে গল্প লিখে লিখে তার চোখে যে অশ্রু-নদী-বন্যা বয়ে গিয়েছিল!



(৫)  ঘুম-সন্যাস



ঘুমপাড়ানী গান আমায় শোনাও-
                                      আমি একটু ঘুম যাই।
কতকাল আমি মনের মত ঘুম যেতে পারিনি।


      আমার এ ঘুমের ডিস্টার্ব কোরোনা।আমি যে কবরের মত ঘুমিয়ে থাকব।


    ( দ্রঃ কবর এখানে উপমা)